তুমি হে সুন্দরীতমা নীলিমার দিকে তাকিয়ে বলতেই পারো ‘এই আকাশ আমার’ কিন্তু নীল আকাশ কোনো উত্তর দেবেনা। সন্ধ্যেবেলা ক্যামেলিয়া হাতে নিয়ে বলতেই পারো, ‘ফুল তুই আমার’ তবু ফুল থাকবে নীরব নিজের সৌরভে আচ্ছন্ন হয়ে। জ্যোত্স্না লুটিয়ে পড়লে তোমার ঘরে, তোমার বলার অধিকার আছে, ‘এ জ্যোত্স্না আমার’ কিন্তু চাঁদিনী থাকবে নিরুত্তর। মানুষ আমি, আমার চোখে চোখ রেখে যদি বলো, ‘তুমি একান্ত আমার’, কী করে থাকবো নির্বাক ? তারায় তারায় রটিয়ে দেবো, ‘আমি তোমার, তুমি আমার’।
গান :- জঙ্গলে ভালবাসা
ব্যান্ড :- ফিলিংস (নগর বাউল)
কথা :- লতিফুল ইসলাম শিবলী
সুর :- জেমস
অ্যালবাম :- নগর বাউল
******
বুনো অর্কিড হৃদয় তোমার
আদিম হিংস্রতায় মেতে ওঠে
যখন আমার সবুজ আঁধার শুধু তোমাকে ছুঁয়ে ছুঁয়ে
জঙ্গলে ভালবাসা…
জঙ্গলে ভালবাসা…
সভ্যতার খোলস ছেড়ে গুহামানবী আর মানবের মত
চেতনায় দাবানল জ্বালিয়ে রেখে
জঙ্গলে ভালবাসা…
চিত্রা হরিণের মত ছুটছো তুমি ছুটছি আমি বুনো উন্মাদনায়
সাপের চোখের মত চাওয়া পাওয়া
জঙ্গলে ভালবাসা…
জঙ্গলে ভালবাসা…
আলিঙ্গনে বিভোর বাসকিলতা
হলুদ মুগ্ধতায়
শান্ত স্বরবরে স্বচ্ছ জলে
জঙ্গলে ভালবাসা…
জোনাকির মালাতে সাজাবো তোমায়
আঁধারে ভেজা শাড়ীতে জড়াবো
শিকারির বুকচেরা চিৎকারে
জানিয়ে যাবে কুর্নিশ
জঙ্গলে ভালবাসা…
জঙ্গলে ভালবাসা…
বুনো অর্কিড হৃদয় তোমার
আদিম হিংস্রতায় মেতে ওঠে
যখন আমার সবুজ আঁধার শুধু তোমাকে ছুঁয়ে ছুঁয়ে
জঙ্গলে ভালবাসা…
বাসকীলতা
তুমি হে সুন্দরীতমা নীলিমার দিকে তাকিয়ে বলতেই পারো
‘এই আকাশ আমার’
কিন্তু নীল আকাশ কোনো উত্তর দেবেনা।
সন্ধ্যেবেলা ক্যামেলিয়া হাতে নিয়ে বলতেই পারো,
‘ফুল তুই আমার’
তবু ফুল থাকবে নীরব নিজের সৌরভে আচ্ছন্ন হয়ে।
জ্যোত্স্না লুটিয়ে পড়লে তোমার ঘরে,
তোমার বলার অধিকার আছে, ‘এ জ্যোত্স্না আমার’
কিন্তু চাঁদিনী থাকবে নিরুত্তর।
মানুষ আমি, আমার চোখে চোখ রেখে
যদি বলো, ‘তুমি একান্ত আমার’, কী করে থাকবো নির্বাক ?
তারায় তারায় রটিয়ে দেবো, ‘আমি তোমার, তুমি আমার’।
হাজার সালাম গুরু ❤
FEELINGS
Great old days
It’s called James!
Great lyrics james
Joy Guru 🙏🙏🙏
Ummah Ummah 😘😘😘
it's called James,
full filings, ami o,,,,,,,,,,
Nice